ঢাকা রবিবার, ১৭ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২


নাটোর সুগার মিলে দুর্ধর্ষ ডাকাতি


৩ আগস্ট ২০২৫ ১০:৫৪

সংগৃহীত

মধ্যরাতে নাটোর সুগার মিলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২ আগস্ট) দিবাগত রাত ২টা থেকে ভোর পর্যন্ত সদর উপজেলার লেঙ্গুরিয়া এলাকায় অবস্থিত মিলটিতে চলে ডাকাতি।

 

সরেজমিন দেখা গেছে, অনেক মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতদল। ডাকাতির খবর ছড়িয়ে যাওয়ায় মিলটির সামনে ভিড় করছে উৎসুক জনতা। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনী। তারা তদন্ত শুরু করেছে।

 

সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোখলেছুর রহমান জানান, গভীর রাতে একদল ডাকাত মিলটিতে ট্রাক নিয়ে প্রবেশ করে পাহারাদারদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাদের বেঁধে রেখে মিল হাউজ, ওয়ার্ক সপ, মেকানিক্যাল, ইলেকট্রিক ও ল্যাবরোটরি অফিসের মুল্যবান যন্ত্রপাতি লুট করে নিয়ে চলে যায়।

 

কী পরিমাণ বা কত টাকার মালামাল লুট হয়েছে তা অবশ্য জানাতে পারেননি তিনি। যাচাইবাছাই করে পরে বিস্তারিত জানানো হবে।