ঢাকা বুধবার, ১৬ই জুলাই ২০২৫, ১লা শ্রাবণ ১৪৩২


জুলাইয়ের নারীদের সম্মানে ঢাবিতে ড্রোন শো


১৫ জুলাই ২০২৫ ১৪:৩২

সংগৃহীত

জুলাই উইমেন্স ডে’ উ পলক্ষে শতাধিক ড্রোনের আলোয় ফুটিয়ে তোলা হয় জুলাই আন্দোলনে নারীদের নানা অবদান। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয় এ ব্যতিক্রমধর্মী আয়োজনের। ড্রোন দিয়ে ফুটিয়ে তোলা হয় চব্বিশের জুলাইয়ে নারীদের সাহসী, বিপ্লবী অবদান। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের হাজার হাজার নারী শিক্ষার্থী এই শো উপভোগ করেছেন। এসময় অভ্যুত্থানের সময়ে ছড়িয়ে পড়া বিভিন্ন কথা ও ছবি দেখানো হয়েছে। শেখ হাসিনার বিদ্রূপাত্মক কথা— ‘মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে?’ এছাড়া 'তুমি কে আমি কে, রাজাকার রাজাকার', মাতৃভূমি অথবা মৃত্যু'সহ একাধিক বাক্য এই শো’তে দেখানো হয়েছে। এছাড়া জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ, বুয়েটে ছাত্রলীগের নির্যাতনে শহীদ আবরার ফাহাদ এবং ১৫ জুলাই ছাত্রলীগের হাতে নির্যাতিত তন্বীর প্রতিকৃতি দেখানো হয়েছে।