নবীনগর-চন্দ্রা মহাসড়কের বেহাল অবস্থা, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা

শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইল মোড় ও নবীনগর চন্দ্রা মহাসড়কের বেহাল অবস্থা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ দিন দিন বাড়ছে। রাস্তার সর্বত্র সৃষ্টি খানাখন্দ, ধীরগতির সংস্কার কাজ এবং যানজটের কারণে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা । অথচ, রাস্তা সংস্কারে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
সরেজমিনে দেখা গেছে,রপ্তানি থেকে বাইপাইল মোড় মহাসড়ক প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে গভীর গর্ত ও খানাখন্দে ভরা। বৃষ্টির পানিতে এসব স্থান ডুবে গিয়ে যানবাহন চলাচলে আরও বাধা সৃষ্টি করছে ।
বাস, ট্রাক ও প্রাইভেট কারচালকরা জানান, এই রাস্তায় গাড়ি চালানো অত্যন্ত কষ্টকর এবং প্রায়ই যানবাহনের যান্ত্রিক সমস্যা দেখা দেয়। অনেক সময় গাড়ির চাকা গর্তে আটকে গিয়ে দুর্ঘটনার শিকার হয় যাত্রীরা । এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে হাজারো যানবাহন , কিন্তু রাস্তার সংকীর্ণতা ও খানাখন্দের কারণে যানজট লেগেই থাকে। বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরি ছুটির সময় যানবাহনের চাপ বেড়ে গিয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয় ।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম নামে এক গার্মেন্টস কর্মী বলেন, এই রাস্তা দিয়ে অফিসে যেতে গিয়ে প্রতিদিনই কমপক্ষে ২-৩ ঘণ্টা আটকে থাকি। রাস্তা মেরামতের নামে শুধু ইট-বালি ঢেলে দেওয়া হয়, যা কয়েক দিন পরেই ভেঙে যায়।
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ চলমান থাকায় নিচের সড়কটি উপেক্ষিত বলে অভিযোগ। সড়ক ও জনপথ বিভাগ কয়েক দফায় সংস্কারের কথা বললেও তা কেবল অস্থায়ীভাবে করা হয় । প্রকল্প পরিচালক মোঃ শাহাবুদ্দিন বলেন, অচিরেই রাস্তা মেরামতের কাজ শেষ করা হবে, কিন্তু স্থানীয়রা এর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন।
স্থানীয় ব্যবসায়ী ও যাত্রীরা দ্রুত রাস্তা পুনর্নির্মাণ এবং টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন। পাশাপাশি, যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের আরও কঠোর তৎপরতা প্রয়োজন বলে মনে করছেন তারা । আশুলিয়ার বাইপাইল মোড় ও সংলগ্ন সড়কের বেহাল অবস্থা সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। দ্রুত ও স্থায়ী সমাধান না পেলে এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।