ঢাকা বুধবার, ২রা জুলাই ২০২৫, ১৮ই আষাঢ় ১৪৩২


আশুলিয়ায় ভূমিদস্যু এম এ মতিনের বিরুদ্ধে মানব বন্ধন


১ জুলাই ২০২৫ ১৯:৫৬

সংগৃহীত

আশুলিয়ায় ভূমিদস্যু এম এ মতিনের বিরুদ্ধে মানব বন্ধন 

 

 

রিপন মিয়া,স্টাফ রিপোর্টার:

 

আশুলিয়ায জমি দখলের অভিযোগে ভূমিদস্যু এম এ মতিনের বিরুদ্ধে মানব বন্ধন করেছে এলাকার সর্বস্তরের জনগণ। 

 

 

মঙ্গলবার (০১ জুলাই) সকালে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে এ মানব বন্ধনে বিভিন্ন ব্যানার নিয়ে শত শত লোকজনকে অংশ গ্রহন করতে দেখা যায়। এ সময় ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেসুর রহমান খান ইলিয়াস শাহি উপস্থিত থেকে বক্তব্য প্রধান করে।

 

 

মানব বন্ধনে মতিনের বিরুদ্ধে অভিযোগ করে বক্তারা বলেন, আশুলিয়ার গাজিরচটে ধামসোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ আসাদুল্লাহ আহমেদ দুলাল জনাব আব্দুর রহিম খানের কাছ থেকে আমমোক্তার ক্ষমতা বলে মালিক হয়েছে।  কিন্তু ভূমিদস্যু এম এ মতিন ও তার স্ত্রী মরিয়ম ইয়াসমিন ক্ষমতা বলে সেই জমি দখল করে রেখেছে। এম এ মতিন নিজেকে পতিত সরকার শেখ হাসিনার ৪০০ কোটি টাকার পিয়ন জাহাঙ্গীরের ঘনিষ্ঠ লোক হিসেবে পরিচয় দিয়ে, দীর্ঘ দিন ধরে এলাকায় ভূমি দখল, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। 

 

 

যেসব জমি তিনি জোর করে দখল করে আছে সে জায়গার কোন কাগজ পত্র তিনি দেখাতে পারে না।  উল্লেখ্যিত জমি দখলের জন্য প্রতিপক্ষের তিন জন লোককে তিনি খুন করেন। তিনি তার সস্বস্ত্র সন্ত্রাসী দ্বারা বোমা, গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নিজের অবস্থান জানান দিয়ে নির্দোষ লোকদের ফাসানোর অপচেষ্টা করে।

 

মতিন এর পালিত গুন্ডা বাহিনীর প্রধান হৃদয় কথিত চেয়ারম্যানের নেতৃত্বে অত্র এলাকায় চুরি, ছিনতাই,  মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের করে আসছে। এদের অত্যাচারে আস পাশে সববাস কারী লোকজনের মধ্যে সৃষ্টি হয়।