ঢাকা বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২


যাত্রীদের মাস্ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ


১০ জুন ২০২৫ ১৩:১৯

ফাইল ফটো

করোনা সংক্রমণ প্রতিরোধে যাত্রীদের মাস্ক ব্যবহারের অনুরোধ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

 

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানায়।

 

ডিএমটিসিএলের উপ-মহাব্যবস্থাপক মো. জাহিদুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করোনা সংক্রমণ এড়াতে মেট্রোরেলে ভ্রমণকারী সম্মানিত যাত্রীসাধারণকে মাস্ক পরিধান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।’

 

এর আগে, ঈদুল আজহার ছুটির পর রাজধানীমুখী যাত্রীদের জন্য রেলপথ মন্ত্রণালয়ও মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানায়।

 

রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশে করোনা সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার পরামর্শ দিয়েছে