ঢাকা বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২


খালেদা জিয়াকে উপহার দিতে ৩৫ মণের ‘কালো মানিক’ নিয়ে ঢাকার পথে সোহাগ


৫ জুন ২০২৫ ১৪:৫৭

ফাইল ফটো

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উপহার দিতে ৩৫ মণ ওজনের ‘কালো মানিক’ (ষাঁড়) নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বিএনপিপ্রেমী সোহাগ মৃধা ও তার দল।

 

আজ বৃহস্পতিবার (৫ জুন) সকাল নয়টায় নেচে গেয়ে আনন্দ উচ্ছ্বাসের মধ্যদিয়ে নান্দনিক সাজে সজ্জিত হয়ে তিনটি ট্রাকসহ ৫০ জন বিএনপির কর্মী নিয়ে নিজ বাড়ি থেকে বের হয়ে উপজেলা সদর সুবিদখালী বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। 

 

বিএনপি কর্মীরা সবাই সাদা রংয়ের জাতীয়তাবাদী দল বিএনপির লোগো সম্বলিত গেঞ্জি পরিহিত। সঙ্গে রয়েছে অভিজ্ঞ ব্যান্ড পার্টি। তাদের ঢাকের বাদ্য, বাঁশির সুর এবং কাঁশার ঝনঝনিতে মুখরিত পুরো এলাকা। 

 

এছাড়া মিনি ট্রাকগুলো সাজানো হয়েছে তাজা ধানের শীষ দিয়ে। এসব ট্রাকের সামনে রয়েছে জাতীয় ও দলীয় পতাকাসহ ঈদ উপহার সম্বলিত বিএনপির ব্যানার। ট্রাকের ভিতরে ঢাকের বাদ্যে চলছে নাচ। বেগম জিয়াকে ষাঁড় উপহার দেয়ার কথা জানতে পেরে তার বাড়িতে ভীড় করছেন শত শত উৎসুক মানুষ।

 

বিএনপিপ্রেমী সোহাগ মৃধা জানান, ৬ বছর আগে স্থানীয় চৈতা বাজার থেকে একটি গাভি কিনেছিলেন। কিছু দিনের মধ্যেই গাভিটি একটি বাছুরের জন্ম দেয়। বাছুরটি একটু বড় হলেই তিনি গাভিটি বিক্রি করে দেন। আর নিজের সন্তানের মতো বাছুরটিকে লালন পালন শুরু করেন। দীর্ঘ ৬ বছর ধরে পরিবারের অন্যান্য সদস্যদের মতো অতিযত্নে লালন পালন করায় তার ষাঁড়টির বর্তমান ওজন হয়েছে ১ হাজার ৪০০ কেজি। কালো হলেও ভালোবেসে এ ষাঁড়টির নাম রাখেন 'কালো মানিক'।