ঢাকা শনিবার, ২৮শে জুন ২০২৫, ১৫ই আষাঢ় ১৪৩২


ভারতে পলাতকদের দেশে ফেরাতে নতুন সিদ্ধান্ত সরকারের


৮ অক্টোবর ২০২৪ ১৫:৫৫

ফাইল ফটো

ভারতে পলাতক সাবেক মন্ত্রী বা সরকারি কর্মকর্তারা দেশে ফিরতে চাইলে ট্রাভেল পাস ইস্যু করবে সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন।

তিনি বলেন, এরই মধ্যে যাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাদের নতুন করে আর পাসপোর্ট দেবে না সরকার।

 

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে তিনি এসব কথা জানান।

 

ভারতে বাংলাদেশি রাজনীতিবিদসহ অন্যান্যরা ট্রাভেল পাস ব্যবহার করে অন্য দেশে যাওয়ার চেষ্টা কর‌ছেন। এ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধু দেশে ফিরে আসার জন্য। অন্য দেশে যাওয়ার জন্য ট্রাভেল পাস ইস্যু করতে পারে না। সেটির জন্য পাসপোর্ট লাগে, পাসপোর্ট স্বাভাবিকভাবেই আর ইস্যু করা হবে না।

 

তিনি আরো বলেন, তারা (পলাতকরা) যদি দেশে ফিরতে চান, তবে তাত্ত্বিকভাবে তাদের ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে এবং তারা দেশে ফিরে আসতে পারেন।

 

৫ আগস্টের পর বিদেশে পালিয়ে যাওয়া‌দের সুনির্দিষ্ট তালিকা নেই ব‌লেও জানান তৌ‌হিদ হো‌সেন। 

 

পলাতকদের ফিরিয়ে আনার ব্যাপারে উপদেষ্টা বলেন, বিদেশে অবস্থানরত যেসব ব্যক্তির বিরুদ্ধে মামলা হচ্ছে, তাদের আদালত থেকে যদি হাজির করতে বলা হয়, তবে অবশ্যই আমরা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করব।