ঢাকা রবিবার, ২৯শে জুন ২০২৫, ১৫ই আষাঢ় ১৪৩২


কারিগরি কারণে আজ চালু হচ্ছে না মেট্রোরেল


১৭ আগস্ট ২০২৪ ১৪:০৮

ফাইল ফটো

৩১ দিন বন্ধের পর আজ থেকে চালুর কথা ছিল মেট্রোরেল। তবে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন না হওয়ায় মেট্রোরেল চালু করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ।

 

শনিবার সকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মহাব্যবস্থাপক (জিএম) ইফতেখার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মেট্রোরেলে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষার কাজ সম্পন্ন হয়নি। তাই যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত হওয়ায় আজ মেট্রোরেল চালু করা সম্ভব হয়নি। বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংক্রান্ত সবকিছু জানানো হয়েছে।

 

ইফতেখার হোসেন বলেন, যাত্রীবহন শুরু করার আগে কয়েকদিন ট্রেন চলাচল করতে হবে। এটাকে আমরা বলি ব্লাঙ্ক অপারেশন। এই ব্লাঙ্ক অপারেশন শেষে সরকারের পক্ষ থেকে ট্রেন চলাচলের সিদ্ধান্ত দিয়ে দেওয়া হবে।

 

কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত ১৮ জুলাই মেট্রোস্টেশনে হামলা ভাঙচুরের পর থেকেই বন্ধ করা হয় মেট্রোরেল চলাচল।