ঢাকা বুধবার, ২৪শে ডিসেম্বর ২০২৫, ১১ই পৌষ ১৪৩২


ডিবির নতুন প্রধান আশরাফুজ্জামান


৩১ জুলাই ২০২৪ ২১:১৭

ফাইল ফটো

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে ডিএমপির লজিস্টিকস, ফিন্যান্স বিভাগের মহা. আশরাফুজ্জামানকে।

বুধবার (৩১ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়। এদিকে, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) অতিরিক্ত কমিশনার ক্রাইম হিসেবে তাকে বদলি করা হলো।