ভোট দিলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
রবিবার (৭ জানুয়ারি) সকাল দশটায় ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি।
ভোট দেওয়া শেষে কেন্দ্রে থাকা অন্যান্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং কেন্দ্রে গিয়ে অন্যান্যদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এর আগে সকাল সাড়ে ৭টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে যান চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। সেখানে সাংবাদিকদের ফেরদৌস বলেন, “নৌকার বিজয় সুনিশ্চিত। অসাধারণ সকাল। আমি অভিভূত কারণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিলেন আমাকে ভোট দিতে। সঙ্গে এসেছিলেন তার কন্যা পুতুল। তারা দুজনেই আমাকে ভোট দিয়ে গেলেন।”
নৌকার এই প্রার্থী বলেন, “আমি কথা দিয়েছিলাম ঢাকা-১০ কে বানাব ১০-এ-১০। ১০-এ দুই তো পেয়েই গেলাম। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অপেক্ষায় আছে ভোট দেওয়ার জন্য। মানুষ বাঁধভাঙা জোয়ারের মতো ভোট দিতে যাবে। আমি আশাবাদী, নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে।”