ঢাকা রবিবার, ৬ই জুলাই ২০২৫, ২৩শে আষাঢ় ১৪৩২


মানুষের ভালোবাসায় সিক্ত হলেন প্রধান বিচারপতি


৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৮

ছবি সংগৃহীত

বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের জন্মস্থান নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায়। ওবায়দুল হাসান বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি নিযুক্ত হওয়ায় নিজ জন্মভূমি মোহনগঞ্জে  শনিবার (৩০ সেপ্টেম্বর ) বেলা ১১ টায় নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়। মোহনগঞ্জে হাজার হাজার মানুষ তাকে সংবর্ধিত করেন। 

গত ২৬ সেপ্টেম্বর ওবায়দুল হাসান বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের পর থেকেই রব উঠেছিলো তিনি তার নিজ জেলার মোহনগঞ্জ উপজেলায় আগমণ করবেন। প্রধান বিচারপতির আগমণকে কেন্দ্র করে গোটা মোহনগঞ্জ শহরকে নিরাপত্তার  চাদরে ঢেকে ফেলা হয়। আলোক সজ্জায় আলোকিত করা হয় মোহনগঞ্জ। ব্যানার ফেষ্টুনে ছেয়ে যায় সারা শহর। মোহনগঞ্জ বাসী এমন দৃশ্য আর কোনদিন অবলোকন করেনি। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার ভাষায় বলতে যায় “না জানি কেনরে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ”। বেলা ১১টায় শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠানটি। সকাল ৯টা থেকে আসতে শুরু করে মানুষজন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে সংবর্ধনা অনুষ্ঠানস্থল। সবার মাঝে প্রাণের উচ্ছ্বাস। মোহনগঞ্জের আলোকিত মানুষ ওবায়দুল হাসান প্রধান বিচারপতি নিযুক্ত হওয়ায় হাওর পাড়ের মানুষজন আনন্দিত ও উচ্ছ্বসিত।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, নেত্রকোণা জেলা ও দায়রা জজ শাহজাহান কবির, নেত্রকোণা জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, নেত্রকোণা জজ কোর্টের জিপি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ও অ্যাডভোকেট শামসুর রহমান লিটন। 

এছাড়াও বিভিন্ন জেলা উপজেলার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীসহ সুধী সমাজের লোকজন উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন- নাগরিক সংবর্ধনা আয়োজক কমিটির সভাপতি পৌর মেয়র লতিফুর রহমান রতন। সঞ্চালনায় ছিলেন- নাগরিক সংবর্ধনা আয়োজক কমিটির সদস্য সচিব ১নং বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী।

বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের জন্মস্থান নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায়। ওবায়দুল হাসান বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি নিযুক্ত হওয়ায় নিজ জন্মভূমি মোহনগঞ্জে  শনিবার (৩০ সেপ্টেম্বর ) বেলা ১১ টায় নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়। মোহনগঞ্জে হাজার হাজার মানুষ তাকে সংবর্ধিত করেন। 

গত ২৬ সেপ্টেম্বর ওবায়দুল হাসান বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের পর থেকেই রব উঠেছিলো তিনি তার নিজ জেলার মোহনগঞ্জ উপজেলায় আগমণ করবেন। প্রধান বিচারপতির আগমণকে কেন্দ্র করে গোটা মোহনগঞ্জ শহরকে নিরাপত্তার  চাদরে ঢেকে ফেলা হয়। আলোক সজ্জায় আলোকিত করা হয় মোহনগঞ্জ। ব্যানার ফেষ্টুনে ছেয়ে যায় সারা শহর। মোহনগঞ্জ বাসী এমন দৃশ্য আর কোনদিন অবলোকন করেনি। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার ভাষায় বলতে যায় “না জানি কেনরে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ”। বেলা ১১টায় শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠানটি। সকাল ৯টা থেকে আসতে শুরু করে মানুষজন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে সংবর্ধনা অনুষ্ঠানস্থল। সবার মাঝে প্রাণের উচ্ছ্বাস। মোহনগঞ্জের আলোকিত মানুষ ওবায়দুল হাসান প্রধান বিচারপতি নিযুক্ত হওয়ায় হাওর পাড়ের মানুষজন আনন্দিত ও উচ্ছ্বসিত।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, নেত্রকোণা জেলা ও দায়রা জজ শাহজাহান কবির, নেত্রকোণা জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, নেত্রকোণা জজ কোর্টের জিপি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ও অ্যাডভোকেট শামসুর রহমান লিটন। 

এছাড়াও বিভিন্ন জেলা উপজেলার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীসহ সুধী সমাজের লোকজন উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন- নাগরিক সংবর্ধনা আয়োজক কমিটির সভাপতি পৌর মেয়র লতিফুর রহমান রতন। সঞ্চালনায় ছিলেন- নাগরিক সংবর্ধনা আয়োজক কমিটির সদস্য সচিব ১নং বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী।