ঢাকা রবিবার, ৬ই জুলাই ২০২৫, ২৩শে আষাঢ় ১৪৩২


ডিএমপির নয়া কমিশনার হাবিবুর রহমান


২০ সেপ্টেম্বর ২০২৩ ১৪:০১

ছবি সংগৃহীত

বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজি হাবীবুর রহমান হলেন ডিএমপি কমিশনার। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে হাবীবুর রহমান ঢাকা জেলা পুলিশ সুপার, ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সবশেষ তিনি ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে দায়িত্বরত রয়েছেন। গোপালগঞ্জ সদরে বাড়ি এই পুলিশ কর্মকর্তার। তিনি ১৭তম বিসিএস এর মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন।
আগামী ১ অক্টোবর থেকে বর্তমান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।

হাবিবুর রহমান (জন্ম ১ জানুয়ারি ১৯৬৭) বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা। বর্তমানে তিনি টুরিষ্ট পুলিশের প্রধান (অতিরিক্ত আইজিপি) হিসেবে বাংলাদেশ পুলিশে দায়িত্বরত রয়েছেন। এর পুর্বে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও ঢাকাস্থ সদরদপ্তরে উপ মহাপরিদর্শক (প্রশাসন-ডিসিপ্লিন) হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি বাংলাদেশ কাবাডি ফেডারেশান এর সাধারণ সম্পাদক এবং এশিয়ান কাবাডি ফেডারেশান এবং আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন এর সহ-সভাপতি।