অপপ্রচার ঠেকাতে শেখ হাসিনার কঠোর নির্দেশনা

আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে হঠাৎই বৈঠক করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আচমকা এই বৈঠক থেকে সহযোগী সংগঠনের নেতাদের কিছু নির্দেশও দিয়েছেন তিনি।
বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় এই বৈঠক হওয়ার কথা ছিল। সে অনুযায়ী নেতারাও গণভবনে পৌঁছান। পরে বেলা ১২টার দিকে বৈঠক শুরু হয়।
ঘণ্টাব্যাপী চলা ওই বৈঠকে সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন সরকারপ্রধান। তবে বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে আগে থেকে আনুষ্ঠানিকভাবে কিছু অবহিত করা হয়নি।
বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, দলীয় প্রধান সভায় বেশ হাসি-খুশি ছিলেন। খুব জরুরি কিংবা গুরুতর কোনো বিষয়ে বলার জন্য তাদের ডাকা হয়নি। তবে দলীয় প্রধান তাদের কিছু নির্দেশ দিয়েছেন।
পরিচয় গোপন রাখার শর্তে বৈঠকে উপস্থিত একটি সহযোগী সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী আমাদেরকে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন। তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় করার নির্দেশ দিয়েছেন।
একই কথা জানিয়েছেন সভায় উপস্থিত আরেক নেতা জানান, বিএনপি এখন আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে আসছে। যা অনলাইন ও অফলাইন- সব মাধ্যমেই চলছে। নেত্রী এসব গুজবে নজর না দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বিএনপির কোনো গুজবই যেন বাস্তব রূপ না পায়, সে বিষয়ে সবাইকে সার্বক্ষণিক সজাগ থাকতে বলা হয়েছে।
পরিচয় গোপন রাখার শর্তে এই নেতা বলেন, বিএনপি বিভিন্ন গুজব ছড়াচ্ছে। বিএনপির কোনো গুজব যেন সত্য না হয়, তা নিশ্চিত করতে আমাদের সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের সহযোগী একটি সংগঠনের সভাপতির পদধারী এই নেতা আরও বলেন, আমাদের মাননীয় সভাপতি সকল সংগঠনকে এক হয়ে কাজ করতে বলেছেন। সকলের মধ্যে সমন্বয় রাখতে বলেছেন। নির্বাচন পর্যন্ত সবাইকে মাঠে থাকতে হবে।
দলীয় সহযোগী সংগঠনের নেতারাও দলীয় প্রধানকে সবাই একত্রিত হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বলেও জানিয়েছেন বৈঠকে উপস্থিত নেতারা।
নির্বাচনকে সামনে রেখে কোনো কর্মসূচি দেওয়া হয়েছে কি না- এমন প্রশ্নে একাধিক নেতারা জানান, আপাতত কোনো কর্মসূচি দেওয়া হয়নি। বৈঠকে কর্মসূচি কেন্দ্রিক কোনো আলোচনাও হয়নি।