ঢাকা সোমবার, ৭ই জুলাই ২০২৫, ২৪শে আষাঢ় ১৪৩২


সারাদেশের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব ডিজি


২৮ জুন ২০২৩ ১৯:৩১

ঈদুল আজহায় সারাদেশের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিতে বাড়ানো হয়েছে র‌্যাবের গোয়েন্দা। মাঠে রয়েছে ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিটসহ হেলিকপ্টার। এছাড়া গরুর হাটগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অনলাইনে প্রতারণার বিষয়ে নজরদারি ও গুজব ঠেকাতে সাইবার ইউনিট কাজ করছে বলেও জানান তিনি।

বুধবার জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন র‌্যাব ডিজি।

বাজার মনিটরিংসহ বিভিন্ন বিষয় তুলে ধরে র‌্যাব প্রধান বলেন, গরুর হাটগুলোতে আমাদের মোবাইল কোর্ট কাজ করছে। অনলাইনে গরুর হাটসহ নানা প্রতারণার বিষয়ে আমরা নজরদারি রাখছি। কেউ যেন গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরি না করতে পারে তার জন্য আমাদের সাইবার ইউনিট কাজ করছে।

এম খুরশীদ হোসেন বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। র‌্যাবের বিভিন্ন ইউনিট কাজ করছে।