ঢাকা সোমবার, ৭ই জুলাই ২০২৫, ২৪শে আষাঢ় ১৪৩২


বৃষ্টিতে চরম ভোগান্তিতে ঘরমুখো মানুষ


২৮ জুন ২০২৩ ১৮:৫৭

আগামীকাল পবিত্র ঈদুল আজহা। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই আনন্দ ভাগাভাগি করে নিতেই নাড়ির টানে বাড়ি ফিরে অনেকেই।

তবে আজ সকাল থেকে টানা বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়ছেন তারা। বৃষ্টি উপেক্ষা করে যাওয়ার চেষ্টা করছেন গন্তব্যে।

একদিকে ঈদযাত্রায় বাসে, লঞ্চে, ট্রেনে উঠতে গিয়ে বৃষ্টিতে ভিজে একাকার যাত্রীরা। অন্যদিকে গরুর হাটে গরু, ছাগল সব ভিজে অসুস্থ হওয়ার শঙ্কা, পাশাপাশি কাদামাটিতে একাকার হাটের মানুষ। ফলে বৃষ্টিতে মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।

তবে তারা বৃষ্টি উপেক্ষা করেই বাড়ির পথে রওনা হয়েছেন। কেউ ছাতা নিয়ে, কেউ মাথায় পলিথিন পেঁচিয়ে, কেউবা আবার বৃষ্টিতে ভিজে ভিজে রওনা হয়েছেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মোটরসাইকেল, পিকআপ, ও গরুর ফিরতি ট্রাকে বাড়ি ফেরা লোকজন। ট্রাকের ওপর ত্রিপল টাঙিয়ে রওনা হয়েছেন অনেকেই।

এদিকে আজ বুধবার আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই বৃষ্টি আগামী দুই দিন অব্যাহত থাকতে পারে।