ঢাকা সোমবার, ৭ই জুলাই ২০২৫, ২৪শে আষাঢ় ১৪৩২


দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের শনাক্তে কাজ চলছে: আইজিপি


২৫ জুন ২০২৩ ০২:৫৯

জাতিসংঘের শান্তিমিশন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, তাদের চিহ্নিত করতে বাংলাদেশ পুলিশ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

শনিবার (২৪ জুন) বিকেলে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক পরিদর্শনে শেষে আশুলিয়ার বাইপাইলে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এই কথা জানান পুলিশ প্রধান।

এসময় আইজিপির সঙ্গে হাইওয়ে পুলিশ প্রধান শাহাবুদ্দিন খান ও ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, ‘দেশবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে অনেকেই জড়িত থাকে। এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আমরা যেটা এনেছি, তা রক্ষার জন্য স্বাধীনতার স্বপক্ষের শক্তি, এদেশের মানুষ, প্রধানমন্ত্রীসহ আমরা যারা আছি; তারা সকলেই ঐক্যবদ্ধ। এদেশের সম্মান নষ্ট করার জন্য এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নস্যাৎ করার জন্য, যেসকল কুচক্রী মহল জড়িত আছে; তাদের চিহ্নিত করার কাজ চলছে। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় এসকল ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য দায়িত্ব পালন করছে।’

এবার ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং যাত্রীদের ভোগান্তি নিরসনের লক্ষ্যে মোটরসাইকেল টিমসহ ড্রোনের মাধ্যমে মহাসড়ক নিয়ন্ত্রণ করা হবে বলে জানান তিনি।