ঢাকা সোমবার, ৭ই জুলাই ২০২৫, ২৪শে আষাঢ় ১৪৩২


২০১০ সালে ডা. সংযুক্তা সাহার লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে: বিএমডিসি


২৩ জুন ২০২৩ ১৯:২২

২০১০ সালে সেন্ট্রাল হাসপাতালের ডা. সংযুক্তা সাহার লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে বলেও জানিয়েছে বিএমডিসির শৃঙ্খলা কমিটি। তবে, দু’দিন আগে বিএমডিসিতে লাইসেন্স নবায়নের আবেদন করেছেন সংযুক্তা।

শুক্রবার (২৩ জুন) সকাল ১১টায় সেন্ট্রাল হাসপাতাল ও ডা. সংযুক্তা সাহা ইস্যুতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

এ সময় শৃঙ্খলা কমিটি আইন অনুযায়ী তাদের বিষয়ে ব্যবস্থা নেয়ার সুপারিশ করে।

শৃঙ্খলা কমিটি জানায়, সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় ডাক্তার সংযুক্তা সাহাসহ চিকিৎসকদের বিষয়ে বিএমডিসি এক্সিকিউটিভ কমিটিকে নানা অনিয়মের কথা জানানো হয়েছে। রোগীকে দেখিয়ে লাইভ ও ভিডিও করা অনৈতিক বলেও জানায় সংস্থাটি।