ঢাকা সোমবার, ৭ই জুলাই ২০২৫, ২৪শে আষাঢ় ১৪৩২


ডিএমপির ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি


২৩ জুন ২০২৩ ০৩:৪৮

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও দুই সহকারী পুলিশ কমিশনারকে বদলির পর পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

রমনা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জুয়েল রানাকে ডিএমপির প্রটেকশন বিভাগে এবং ওয়ারী গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আজহারুল ইসলামকে ডিবি রমনা বিভাগে বদলি করা হয়েছে।

অন্যদিকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) শাওন কুমার সরকারকে লজিস্টিক বিভাগে এবং লজিস্টিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমানকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগে বদলি করা হয়।