যারা মুক্তিযুদ্ধ, শহীদের সংখ্যা ও সংবিধান প্রশ্নবিদ্ধ করে তারা বাংলাদেশকে অস্বীকার করে: ডেপুটি স্পিকার

যারা মুক্তিযুদ্ধ, শহীদের সংখ্যা, সংবিধান ও নির্বাচন প্রশ্নবিদ্ধ করে তারা বাংলাদেশকে অস্বীকার করে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।
তিনি বলেন, আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষ ও বিপক্ষ শক্তির মধ্যে লড়াই।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত 'তোমার আলোয় উজ্জ্বল বাংলাদেশ' শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন।
শামসুল হক টুকু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাঙালি জাতির হাজার বছরের দর্শন ও সংস্কৃতিকে মথিত করে প্রমাণ করেছেন, এদেশের তৃণমূল জনগোষ্ঠী অসাম্প্ৰয়িক।
বিশ্বশান্তির পুরোধা হিসেবে বঙ্গবন্ধু হলেন বিশ্ববন্ধু। যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে শ্রদ্ধা করে না, তারা নিজেদের অস্তিত্বকেই অস্বীকার করে বলেও এ সময় মন্তব্য করেন ডেপুটি স্পিকার।
এ সময় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম তুলে ধরে আলোচনা করেন রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার (অব.), বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন মাতিন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. রশিদ আসকারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বিমান বড়ুয়া, ড. অসীম কুমার সরকার, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. আহমদ আবুল কালাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের হবেষক ড. চিন্ময় হাওলাদার।
সম্প্রীতি বাংলাদেশ-এর সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের সঞ্চালনায় গোলটেবিল আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়।
আইকে