ঢাকা বৃহঃস্পতিবার, ১০ই জুলাই ২০২৫, ২৭শে আষাঢ় ১৪৩২


বঙ্গবন্ধু ও শেখ হাসিনার দেশে কখনো ইসলামের ক্ষতি হবে না : শিক্ষামন্ত্রী


১৭ মার্চ ২০২৩ ০৩:২৪

ইসলামের নাম তুলে যারা মিথ্যাচার করে, অপপ্রচার চালায়, তাদের অপপ্রচারে কান দেবেন না। কেননা, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার দেশে কখনো ইসলামের ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, শিক্ষা নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। ভিন্ন দেশের ছবি এডিট করে অপপ্রচার চালানো হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) কুমিল্লার মুরাদনগর উপজেলার বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীর উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির সমালোচনা মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের শাসনামলে খাদ্য, কৃষি, অর্থনীতিসহ সব ক্ষেত্রে দেশ পিছিয়েছে, আমরা সামনে যেতে পারেনি। তবে শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন, দেশের সমৃদ্ধি-অগ্রগতি ততদিন অব্যাহত থাকবে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন।

অনুষ্ঠানে স্কুলের সাবেক পাঁচ শিক্ষককে সম্মাননা দেওয়া হয়।

আইকে