বিতর্কের মাঝেই দুবাইয়ে জুয়েলার্সের শোরুম উদ্বোধন করলেন সাকিব

বিতর্ক আর সমালোচনার মাঝেই দুবাইয়ে আরাভ জুয়েলার্সের শোরুম উদ্বোধন করলেন ক্রিকেটার সাকিব আল হাসান।
স্থানীয় সময় বুধবার (১৫ মার্চ) রাত ৮টার দিকে আরাভ জুয়েলার্সের শোরুমে উপস্থিত হন সাকিব। তখন এ তারকা ক্রিকেটারকে কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতে উঠেন প্রবাসী বাংলাদেশিরা।
এ সময় সাকিবকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী ঢাকায় এসবির পুলিশ পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার চার্জশিটভুক্ত ৬ নম্বর আসামিআরাভ খান ওরফে রবিউল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী পাভেল এবং পরিচালক, উপস্থাপক দেবাশিষ বিশ্বাস। আয়োজকদের আমন্ত্রণে ইউটিউবার হিরো আলমও সেখানে গেছেন। উদ্বোধন শেষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এ সময় অনুষ্ঠানে যোগ দেন শত শত প্রবাসী বাংলাদেশি।
এদিকে, আজ বৃহস্পতিবার জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) হারুন অর রশীদ জানান, তদন্তের স্বার্থে প্রয়োজনে সাকিব ও হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
আইকে