ঢাকা বৃহঃস্পতিবার, ১০ই জুলাই ২০২৫, ২৭শে আষাঢ় ১৪৩২


তিস্তা ব্যারাজ প্রকল্পের আওতায় ভারতের আরও দুটি খাল খনন, সতর্ক বাংলাদেশ


১৭ মার্চ ২০২৩ ০২:৫৯

তিস্তা ব্যারাজ প্রকল্পের আওতায় নতুন করে আরও দুটি খাল খননের বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যাচাইয়ের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান।

সেহেলি সাবরিন বলেন, নতুন করে আরও দুটি খাল খনন করছে ভারত। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে।

তিনি বলেন, বাংলাদেশের বৃহৎ জনগণের জীবন ও জীবিকা নির্ভর করে তিস্তা নদীর পানির ওপর। বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিদ্যমান যে চমৎকার সম্পর্ক, সেটি বিবেচনায় রেখে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে চেষ্টা অব্যাহত রাখব। আমরা আশা রাখছি, আলোচনার মাধ্যমে এ সমস্যাটির সমাধানে যাব।

আইকে