ঢাকা বৃহঃস্পতিবার, ১০ই জুলাই ২০২৫, ২৭শে আষাঢ় ১৪৩২


সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজনে পদত্যাগ করব : ইসি আলমগীর


১৬ মার্চ ২০২৩ ২৩:৫২

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কোনো কম্প্রোমাইজ করব না, প্রয়োজনে নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে পদত্যাগ করব।

বৃহস্পতিবার (১৬ মার্চ) আগারগাঁওয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মো. আলমগীর বলেন, আমরা যে কাজের জন্য শপথ করেছি সেটাই যদি না করতে পারি তাহলে পদে থাকব কেন? কমিশনে আমরা যারা আছি সবারই মনোভাব এক। আমরা এটা বিশ্বাস করি না যে সুষ্ঠু নির্বাচন করতে পারব না।

তিনি বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব ভোট সুষ্ঠুভাবে পরিচালনা করা, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, স্বাধীনভাবে প্রার্থীরা যাতে প্রচার করতে পারেন তা নিশ্চিত করা।

তিনি আরও বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে ভোটাররা যাতে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, ভোট গণনা যাতে সুষ্ঠু হয়, নির্বাচনের ফলে যাতে ভোটারদের ইচ্ছার প্রতিফলন ঘটে, সেসব নিশ্চিত করা। আমরা সে দায়িত্ব পালনে শতভাগ অঙ্গীকারবদ্ধ। আমরা সেটা করব।

আইকে