ঢাকা বৃহঃস্পতিবার, ১০ই জুলাই ২০২৫, ২৭শে আষাঢ় ১৪৩২


স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএমএ নেতাদের বৈঠক


১৩ মার্চ ২০২৩ ২০:৫৯

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ মেডিক‌্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার নেতারা।

রোববার (১২ মার্চ) রাতে মন্ত্রীর রাজধানীর বাসভবনে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে খুলনা চিকিৎসক নিশাত আব্দুল্লাহ এর ওপর হামলার বিষয়ে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হয়।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, পুলিশের একজন কর্মকর্তা ও চিকিৎসকদের একজন প্রতিনিধি নিয়ে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।

এছাড়া দশ দিনের মধ্যে কমিটির তদন্ত প্রতিবেদন দেবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়।

আইকে