ঢাকা শনিবার, ১২ই জুলাই ২০২৫, ২৯শে আষাঢ় ১৪৩২


খালেদা জিয়ার পক্ষ থেকে সাজা স্থগিত ইস্যুতে এখনও আবেদন পায়নি সরকার : আইনমন্ত্রী


৬ মার্চ ২০২৩ ০৫:০৩

খালেদা জিয়ার পক্ষ থেকে এখনও আবেদন পায়নি সরকার। তবে আবেদন পেলে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকার সিদ্ধান্ত নিবে। এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (৫ মার্চ) দুপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এর আগে এদিন সকালে ডিজিটাল কেস ট্র্যাকিং সিস্টেমের উদ্বোধন করেন আইনমন্ত্রী।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে নতুন এই অ্যাপ নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা। তারা বলেন, ডিজিটাল কেস ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টে চলমান মামলার জট কমবে।

এ সময় আইনমন্ত্রী বলেন, এই অ্যাপ বিচারপ্রার্থী নাগরিকদের ভোগান্তি কমাবে।

আইকে