ঢাকা শনিবার, ২৭শে ডিসেম্বর ২০২৫, ১৪ই পৌষ ১৪৩২


জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে মালিতে গেছেন ১৪০ পুলিশ সদস্য


৫ মার্চ ২০২৩ ০১:৪৩

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে মালিতে গেছেন বাংলাদেশ পুলিশের ১৪০ জন সদস্য।

শুক্রবার (৩ মার্চ) রাতে মালির রাজধানী বামাকো এবং তিম্বুক্ত রিজিওনের গুন্দামের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তারা।

শনিবার (৪ মার্চ) পুলিশ সদরদপ্তরের (মিডিয়া অ্যান্ড পিআর) এআইজি মো. মনজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মো. মনজুর রহমান বলেন, মিশনগামী সদস্যদের মধ্যে ডেপুটি কমান্ডার মু. জালাল উদ্দিন ফাহিমের নেতৃত্বে বিএএনএফপিইউ-১ এর নবম রোটেশনের ৭০ জন এবং ডেপুটি কমান্ডার মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে বিএএনএফপিইউ-২ এর পঞ্চম রোটেশনের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি কন্টিনজেন্ট দুটির অগ্রগামী দলের ১৪০ সদস্য মিশন এলাকায় গমন করেন।

আইকে