ঢাকা শনিবার, ১২ই জুলাই ২০২৫, ২৯শে আষাঢ় ১৪৩২


ঢাকায় দূতাবাস খুলবে মেক্সিকো


৫ মার্চ ২০২৩ ০১:৩৫

উত্তর আমেরিকার দেশ মেক্সিকো বাংলাদেশে দূতাবাস চালু করতে চায় বলে জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম।

তিনি জানান, ভারত সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে নয়াদিল্লীতে বৈঠকে মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী সচিব এই ঘোষণা দেন।

শুক্রবার (৩ মার্চ) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বরে মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করতে পারেন। তখন দূতাবাস চালু হতে পারে। মেক্সিকোতে ইতোমধ্যে বাংলাদেশের দূতাবাস রয়েছে।

এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি দীর্ঘ ৪৫ বছর পর বাংলাদেশে পুনরায় দূতাবাস চালু করেছে আর্জেন্টিনা।

আইকে