ঢাকা রবিবার, ১৩ই জুলাই ২০২৫, ৩০শে আষাঢ় ১৪৩২


নারীরাই এক সময় বিচার বিভাগের নেতৃত্ব দেবেন: প্রধান বিচারপতি


৩ মার্চ ২০২৩ ০১:২৩

আগামীতে নারী আইনজীবীরা বিচার বিভাগের নেতৃত্ব দেবেন বলে আশা জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বলেন, ‘আমার বিশ্বাস এক সময় বিচার বিভাগের নেতৃত্ব দেবেন নারীরা। আমাদের নারীরা অনেক এগিয়ে গেছেন।’

বুধবার সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে দুটি বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে হাসান ফয়েজ সিদ্দিকী এসব কথা বলেন।

আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের লেখা ‘বঙ্গবন্ধু-রবীন্দ্রনাথ অসাম্প্রদায়িক বাংলাদেশ’ও তার সহধর্মিনী নাফিসা বানুর লেখা ‘বঙ্গবন্ধু শুদ্ধাচার নারীর ক্ষমতায়ন ও অন্যান্য’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, আমারা যখন জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নেই। তখন দেখেছি, পুরুষদের চেয়ে আমাদের নারীরা অনেক বেশি পরিশ্রমী। আমাদের নারীরা অনেক এগিয়ে।’

আইকে