ঢাকা রবিবার, ১৩ই জুলাই ২০২৫, ৩০শে আষাঢ় ১৪৩২


সেরা ইনস্যুরেন্স কোম্পানির পুরস্কার নিলেন মোরশেদ আলম এমপি


২ মার্চ ২০২৩ ০৫:৫৭

বীমা দাবি নিষ্পত্তিতে অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে সেরা ইনস্যুরেন্স কোম্পানির পুরস্কার নিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম এমপি।

বুধবার (১ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় মোরশেদ আলম এমপি বলেন, প্রধানমন্ত্রীর হাত থেকে নেওয়া এ পুরস্কার প্রতিষ্ঠানের কর্মীদের আরও উজ্জীবিত করবে। এর ফলে আমাদের দায়িত্ববোধ আরও বেড়ে গেল, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স তা পূরণে কাজ করে যাবে।

এ সময় চলতি বছর ন্যাশনাল ইনস্যুরেন্স ১ হাজার ৫০ কোটি টাকা বীমা দাবি নিষ্পত্তি করেছে বলেও জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান।

উল্লেখ্য, ‘বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’-এই প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে ‘জাতীয় বীমা দিবস-২০২৩’। অর্থমন্ত্রণালয় এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

আইকে