ঢাকা শনিবার, ১২ই জুলাই ২০২৫, ২৯শে আষাঢ় ১৪৩২


অনলাইনেই ভ্রমণের তারিখ পরিবর্তন করতে পারবেন বিমানের যাত্রীরা


২ মার্চ ২০২৩ ০৫:০১

যাত্রীদের সুবিধা ও সেবার মান বাড়াতে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অনলাইনে ভ্রমণের তারিখ পরিবর্তন সেবা চালু করেছে।

বুধবার (১ মার্চ) বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানের যে যাত্রীরা অনলাইনের (বিমান ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস) মাধ্যমে টিকিট কিনবেন, প্রয়োজনে তারা অনলাইনেই ভ্রমণের তারিখ পরিবর্তন করতে পারবেন।

এক্ষেত্রে টিকিট কেনার সময়ে ব্যবহৃত সংশ্লিষ্ট কার্ডটি অথবা সংশ্লিষ্ট মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টটি ব্যবহার করে নির্ধারিত ফি দিয়ে বিমানের ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপস-এর মাধ্যমে ভ্রমণের তারিখ পরিবর্তন করা যাবে।

এছাড়াওবিমানের ওয়েবসাইটে বুক ফ্লাইট (Book Flight) অপশনের মধ্যে ম্যানেজ মাই ট্রিপ (Manage My Trip) অপশনে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহজেই ভ্রমণের তারিখ পরিবর্তন করা যাবে।

আইকে