ঢাকা রবিবার, ১৩ই জুলাই ২০২৫, ২৯শে আষাঢ় ১৪৩২


ভাষা জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


২২ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:২৩

ভাষা জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য শেষে তিনি এ জাদুঘর উদ্বোধন করেন।

এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান উদ্বোধনের পর বক্তব্য দেন তিনি।

জাতিসংঘ স্বীকৃত দেশগুলোর মাতৃভাষার তথ্যভিত্তিক উপস্থাপন করা হয়েছে এই ‘ভাষা জাদুঘরে’।

এ সময় বিপন্ন ভাষা সংরক্ষণের আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দেশের মানুষের কাজের সুবিধার জন্য আমরা ৯টি ভাষার একটি অ্যাপ করে দিয়েছি। ডিজিটাল সিস্টেমে যে কেউ যেন ভাষা শিখতে পারে, আমরা সেই ব্যবস্থা করে দিয়েছি।’

আইকে