ঢাকা রবিবার, ১৩ই জুলাই ২০২৫, ২৯শে আষাঢ় ১৪৩২


ভাষা শহীদের প্রতি বিএনপির শ্রদ্ধা


২২ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:৫৯

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শীর্ষ নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, শহীদ বেদীতে ফুল দেয়ার জন্য প্রায় ৫ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে আমাদের। সামনে যেতে দেয়া হয়নি বলেও এ সময় অভিযোগ করেন ড. মোশাররফ হোসেন।

তিনি বলেন, অবৈধ সংসদ বাতিল করে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে হবে, নির্বাচন দিতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। নির্দলীয় সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বলেও জানান তিনি।

আইকে