ঢাকা রবিবার, ১৩ই জুলাই ২০২৫, ৩০শে আষাঢ় ১৪৩২


মুক্তিযোদ্ধাকে সম্মান জানিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসা কুড়ালেন মাশরাফি


১৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:০৩

মুক্তিযোদ্ধার জন্য চেয়ার ছেড়ে দিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসা কুড়ালেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

বুধবার সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়নাধীন ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ প্রকল্পের আওতায় নির্মিত ‘বীর নিবাস’ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন মাশরাফি।

এ সময় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি ওসমানী স্মৃতি মিলনায়তনে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে নড়াইল জেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর নিজের অনুভূতি জানানোর মঞ্চে আসলে প্রধানমন্ত্রী তাকে (মুক্তিযোদ্ধা) বসে তার বক্তব্য রাখার কথা বলেন। তখন মাশরাফি তার নিজের জন্য বরাদ্দকৃত চেয়ার মুক্তিযোদ্ধা আব্দুস সবুরকে ছেড়ে দিয়ে পেছনে গিয়ে অতিথিদের আসনে বসেন।

সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী মাশরাফিকে ধন্যবাদ জানান। এতে অনুষ্ঠানস্থলে বেশ আলোড়ন সৃষ্টি হয়।

আইকে