ঢাকা রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫, ১৪ই পৌষ ১৪৩২


মো. সাহাবুদ্দিনকে জাতিসংঘের অভিনন্দন


১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:২৯

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় এক বিবৃতিতে এ অভিনন্দন জানায়।

বিবৃতিতে বলা হয়, আমরা নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানাচ্ছি।

এছাড়াও গণপ্রজাতন্ত্রের নতুন রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিনকে নির্বাচিত করায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানায় জাতিসংঘ।

টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন এবং জাতিসংঘ সনদ বাস্তবায়নে বাংলাদেশের প্রতিশ্রুতি অর্জনে সাহাবুদ্দিনের নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের অংশীদারিত্ব আরও বাড়বে বলে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।

আইকে