ঢাকা রবিবার, ১৩ই জুলাই ২০২৫, ৩০শে আষাঢ় ১৪৩২


তিনদিনের সফরে ঢাকা আসছেন বেলজিয়ামের রানি


৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:৫৮

আগামী ৬ ফেব্রুয়ারি তিনদিনের জন্য বাংলাদেশ সফরে আসছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূখপাত্র সেহেলী সাবরিন সাংবাদিকদের এ তথ্য জানান।

জানা গেছে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অ্যাডভোকেট হিসেবে তার এই সফর। বেলজিয়ামের কোনো রানির এটি প্রথম বাংলাদেশ সফর হতে যাচ্ছে।

জাতিসংঘ মহাসচিবের ১৭ জন এসডিজি অ্যাডভোকেট আছেন, তাদেরই একজন বেলজিয়ামের রানি মাথিল্ডে।

সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বা অনু‌প্রেরণা যোগা‌নো হচ্ছে তাদের মূল লক্ষ্য।

আইকে