এই সরকারের আমলে মানুষ বিচার পেয়েছে: স্পিকার

বর্তমান সরকারের সময়ে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের আমলে মানুষ বিচার পেয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
তিনি বলেন, নারী ও শিশুদের অধিকার সুরক্ষায় সরকার সদা সচেষ্ট। বর্তমান সরকারের আমলে দেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। নারীদের সুরক্ষার জন্য পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন-২০১০ প্রণয়ন করা হয়েছে। এতে মানবাধিকার অনেকটা সুরক্ষিত হয়েছে।
আজ রোববার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের সঙ্গে তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে সাক্ষাতকালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় চেয়ারম্যান ড. কামাল উদ্দিনের নেতৃত্বে মানবাধিকার কমিশনের সদস্য মো. সেলিম রেজা, মো. আমিনুল ইসলাম, কংজরী চৌধুরী, ড. বিশ্বজিৎ চন্দ, ড. তানিয়া হক, কাওসার আহমেদ এবং সচিব নারায়ণ চন্দ্র সরকার সংসদ ভবনের কার্যালয়ে রোববার সৌজন্য এ সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠার অভূতপূর্ব অগ্রগতি, এদেশের জনগণের জীবনমান সুরক্ষায় সরকারের ভূমিকা, চলমান উন্নয়ন কার্যক্রম ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
আইকে