ঢাকা সোমবার, ১৪ই জুলাই ২০২৫, ৩১শে আষাঢ় ১৪৩২


রমজান উপলক্ষে সিন্ডিকেট তৈরি করলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী


২৩ জানুয়ারী ২০২৩ ০৩:৪৯

আসন্ন রমজান মাস উপলক্ষে ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে দ্রব্যমূল্যের দাম বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

একই সঙ্গে রমজানে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মাঠে থাকবে বলেও জানান মন্ত্রী।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে রংপুরে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান মাসে টিসিবির পণ্য দুইবার দেওয়া হবে। যাতে মানুষের কোনো সমস্যার সৃষ্টি না হয়। এ সময় টিসিবির কার্ড কিংবা পণ্য বিতরণে কোনো অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ায় পণ্যদ্রব্যের দাম কিছুটা বাড়বে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

আইকে