ঢাকা সোমবার, ১৪ই জুলাই ২০২৫, ৩১শে আষাঢ় ১৪৩২


চিকিৎসকরা নিজ কর্মস্থলে রোগী দেখতে পারবেন : স্বাস্থ্যমন্ত্রী


২৩ জানুয়ারী ২০২৩ ০৩:৪৩

চিকিৎসকরা মার্চ মাস থেকে নিজ কর্মস্থলে রোগী দেখতে পারবেন। যা আগামী ১ মার্চ থেকে পাইলট কর্মসূচির মধ্য দিয়ে এ 'ইনস্টিটিউশনাল প্র্যাকটিস' কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে প্র্যাকটিসের পর যদি চিকিৎসকরা কেউ চান, বাইরেও প্র্যাকটিস করতে পারবেন। ১ মার্চ থেকে ৫০টা উপজেলা, ২০টি জেলা এবং ৫টি মেডিকেল কলেজে শুরু হবে। আমরা কোনো ব্লক করবো না। কাজ করার জন্য তাগিদ দেবো। একটা টাইম গাইড লাইন থাকবে। কোনো চিকিৎসকের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ হবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি, বিএমএ ও সাচিপের নেতা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আইকে