ঢাকা সোমবার, ১৪ই জুলাই ২০২৫, ৩১শে আষাঢ় ১৪৩২


জেনেশুনে রাশিয়া এমন করবে আশা করিনি: পররাষ্ট্রমন্ত্রী


২৩ জানুয়ারী ২০২৩ ০৩:২৪

নিষেধাজ্ঞা রয়েছে এমন জাহাজের নাম পরিবর্তন করে রাশিয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পণ্য পাঠাবে, এমনটা আশা করেনি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

তিনি বলেন, ‘আমাদের কাছে তাজ্জব লেগেছে যে, নিষেধাজ্ঞা আছে এমন জাহাজের নাম পরিবর্তন করে রাশিয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পণ্য পাঠাবে।

আজ রোববার বিকেলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় বর্তমানে নিষেধাজ্ঞা নেই এমন একটি জাহাজে রাশিয়া পণ্যগুলো পাঠাবে রাশিয়া বলেও আশা ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, ‘উরসা মেজর’ নামে রাশিয়ার পতাকাবাহী জাহাজটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে ২৪ ডিসেম্বর মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল। এর আগে ২০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জানায় যে ওই জাহাজ আসলে ‘উরসা মেজর’ নয়, সেটা মূলত মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা ‘স্পার্টা ৩ এ’ জাহাজ। রং ও নাম বদল করে নিষেধাজ্ঞার তালিকায় থাকা জাহাজে করে পণ্য আসছে—এটি নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ সেটিকে বন্দরে ভিড়তে নিষেধ করে দেয়। বর্তমানে জাহাজটি চীনের একটি বন্দরের উদ্দেশে অগ্রসর হচ্ছে।

আইকে