শৃংখলায় ঘাটতি থাকলে সব উন্নয়ন ম্লান হয়ে যাবে: সেতুমন্ত্রী

শৃংখলায় ঘাটতি থাকলে সব উন্নয়ন ম্লান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের সর্বস্তরে অভাবনীয় উন্নয়নের ছোঁয়া লেগেছে। কিন্তু রাস্তাঘাট, পরিবহণ কোথাও আমরা শৃঙ্খলা দেখি না। এসময় শৃঙ্খলা নিয়ে জনগণকে সচেতনতা সৃষ্টির আহ্বানও জানান সেতুমন্ত্রী।
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির নিজেদের দলেই গণতন্ত্র নেই, তারা কীভাবে দেশে গণতন্ত্র আনবে?
আইকে