ঢাকা সোমবার, ১৪ই জুলাই ২০২৫, ৩১শে আষাঢ় ১৪৩২


ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত দুপুর ১২টায়


২২ জানুয়ারী ২০২৩ ২২:৩৫

গাজীপুরের টঙ্গীর তুরাগপারে শুক্রবার অনুষ্ঠিত হয় মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

আজ রোববার দুপুর ১২টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম।

আখেরি মোনাজাত পরিচালনা করবেন ইজতেমায় আদি তাবলীগের শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন স্বাদ কান্ধলভী।

এদিকে আখেরি মোনাজাতে অংশ নিতে রোববার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তের মুসল্লিরা ইজতেমার ময়দানে আসা শুরু করেছেন। ইজতেমা এলাকায় পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকলেও যাত্রী ও কাঁচামালবাহী যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রোববার বাদ ফজর ভারতের দিল্লির মোরসালিন নিজামুদ্দিনের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার তৃতীয় দিন।

আইকে