ঢাকা সোমবার, ১৪ই জুলাই ২০২৫, ৩১শে আষাঢ় ১৪৩২


ইজতেমার দ্বিতীয় পর্বে ৫ মুসল্লির মৃত্যু


২২ জানুয়ারী ২০২৩ ০০:২৮

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বে মোট ৫ মুসল্লি মারা গেলেন।

আজ শনিবার (২১ জানুয়ারি) মারা যাওয়া দুই জনের মধ্যে একজন আব্দুল হামিদ মণ্ডল (৫৫), তিনি গাইবান্ধার মৃত শুকর মণ্ডলের ছেলে। অপরজন সাভারের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম।

এছাড়া, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে বরগুনার আব্দুল আলীর ছেলে মফিজুল ইসলাম (৭৫) মারা যান। ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, তাদের সবারই স্বাভাবিক মৃত্যু হয়েছে।

ইজতেমার এই পর্বে আরও দুই মুসল্লির মৃত্যু হলেও তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

গতকাল শুক্রবার (২০ জানুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে তুরাগ তীরে শুরু হয় ইজতেমার দ্বিতীয় পর্ব। ৫৬তম ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে এখন।

আইকে