ঢাকা সোমবার, ১৪ই জুলাই ২০২৫, ৩১শে আষাঢ় ১৪৩২


মন্ত্রীর পদমর্যাদায় সংসদ উপনেতা মতিয়া চৌধুরী


২০ জানুয়ারী ২০২৩ ০৮:১৩

সাবেক মন্ত্রী ও শেরপুর-২ আসনের সংসদ সদস্য মতিয়া চৌধুরীকে মন্ত্রীর পদমর্যাদা প্রদান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সে অনুযায়ী এখন থেকে সংসদ উপনেতা মতিয়া চৌধুরী মন্ত্রীর পদমর্যাদার সমান সুযোগ-সুবিধা পাবেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।

সেখানে বলা হয়, ১৪ জানুয়ারি ২০২৩ তারিখ থেকে সংসদ উপনেতা মতিয়া চৌধুরীকে মন্ত্রীর পদমর্যাদা ও অন্যান্য সুবিধা প্রদান করা হলো।

এর আগে গত ১৪ জানুয়ারি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা হিসেবে স্বীকৃতি দেন জাতীয় সংসদের স্পিকার।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে সংসদ উপনেতা হিসেবে মনোনীত হন মতিয়া চৌধুরী। গত ১১ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী মারা যাওয়ায় তার স্থলাভিষিক্ত হন তিনি।

আইকে