ঢাকা বুধবার, ১৬ই জুলাই ২০২৫, ২রা শ্রাবণ ১৪৩২


ধর্মের নামে অধর্ম চর্চা বন্ধে কাজ করবে মডেল মসজিদ: প্রধানমন্ত্রী


১৭ জানুয়ারী ২০২৩ ০০:৫৯

ধর্মের নামে অধর্ম চর্চা বন্ধে কাজ করবে মডেল মসজিদ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে ৩১ জেলায় আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা জানান তিনি।

এসময় মসজিদের বয়ানে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বলার জন্য ইমামদের অনুরোধও জানান তিনি।

সরকার প্রধান বলেন, ধর্ম নিয়ে কেউ যেনো বিভ্রান্তি ছড়াতে না পারে খেয়াল রাখতে হবে। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদে যাতে আমাদের সন্তানরা না জড়ায়, এজন্য আপনারা এসবের কুফল তুলে ধরবেন। আমরা চাই, আমাদের সন্তানরা যেন ইসলামের সঠিক শিক্ষা পায়।

প্রতিটি ধর্মের মানুষ যেনো সমানভাবে ধর্ম পালন করতে পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অসাম্প্রদায়িক চেতনায় উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে বলেও জানান শেখ হাসিনা।

সরকারের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের আওতায় দ্বিতীয় পর্যায়ে এসব মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হলো।

প্রসঙ্গত, সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। ২০২১ সালের ১০ জুন প্রথম ধাপে ৫০টি মডেল মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

আইকে