সংস্কার চলমান থাকলে র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চলমান সংস্কারকাজ অব্যাহত থাকলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঢাকা সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
আসাদুজ্জামান খান জানান, বিচারবহির্ভূত হত্যা কমিয়ে আনতে গত এক বছরে র্যাব প্রশংসনীয় ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড লু। আর তা অব্যাহত থাকলে বাহিনীটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে বলেও জানান তিনি।
এর আগে আজ রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে সাক্ষাৎ করেন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী।
এছাড়াও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হয়।
এ সময় দ্বিপাক্ষিক ইস্যু ছাড়াও মানবাধিকার বিশেষ করে র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার, আগামী নির্বাচন, জিএসপি পূনর্বহালসহ নানা ইস্যুতে আলোচনা করেন তারা।
দিনের শেষভাগে আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে আলাদা বৈঠক করেন ডোনাল্ড লু।
আইকে