ঢাকা রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫, ১৫ই পৌষ ১৪৩২


ফের স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি হলেন খুরশীদ আলম


১১ জানুয়ারী ২০২৩ ১০:৩১

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে আবারও ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব মো. রফিকুল ইসলাম।

খুরশীদ আলমকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে, তবে এ নিয়োগ চুক্তিভিত্তিক বলেও জানান তিনি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে ইতোপূর্বে চুক্তিভিত্তিক নিয়োজিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে আগামী দুই বছর মেয়াদে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। তবে এ ক্ষেত্রে পূর্বের চুক্তিপত্রের শর্তাবলী অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়।

উল্লেখ্য, খুরশীদ আলম বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) দশম ব্যাচের কর্মকর্তা। তার চাকরির নিয়মিত মেয়াদ ছিল ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। চাকরির মেয়াদ শেষে তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। গত ৩১ ডিসেম্বর সেই মেয়াদ শেষ।

আইকে