ঢাকা মঙ্গলবার, ১৫ই জুলাই ২০২৫, ৩১শে আষাঢ় ১৪৩২


চীন থেকে আসা ৪ জনের করোনা শনাক্ত


২৭ ডিসেম্বর ২০২২ ১০:৫২

চীন থেকে ঢাকায় আসা চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের নমুনা পরীক্ষার জন্য সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন।

তবে প্রাথমিকভাবে তাদের নাগরিকত্ব জানা যায়নি।

তিনি বলেন, চীন থেকে আসার সময় তারা করোনা পরীক্ষা করেই এসেছেন। সেজন্য এই মুহূর্তে তাদের রাজধানীর ডিএনসিসি করোনা হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে তাদের করোনা হয়েছে কিনা বা কোন ধরন শনাক্ত হয়েছে।

আইকে