ঢাকা বৃহঃস্পতিবার, ১৭ই জুলাই ২০২৫, ৩রা শ্রাবণ ১৪৩২


মেট্রোরেলে উঠা যাবে ২৯ ডিসেম্বর


২৬ ডিসেম্বর ২০২২ ০৩:৩৬

উদ্বোধন ২৮ ডিসেম্বর, তবে মেট্রোরেল সবার জন্য উন্মুক্ত হবে পরদিন বৃহস্পতিবার থেকে।

শুরুতে সীমিত পরিসরে যাত্রী নিয়ে চলবে মেট্রো। ট্রেনের সংখ্যাও থাকবে কম। ধীরে ধীরে বাড়ানো হবে যাত্রী এবং ট্রেন।

তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ পরিচালনায় আসবে দেশের প্রথম মেট্রো। এজন্য জনবল নিয়োগ এবং প্রশিক্ষণও শেষ করা হবে এই সময়ের মধ্যে।

উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোতে ভ্রমণ করবেন আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত। পরের দিন থেকেই যাত্রীদের জন্য উন্মুক্ত হবে মেট্রো। টিকেট বিক্রিও শুরু হবে সেদিন থেকেই।

শুরুতে সব স্টেশনে থামবে না মেট্রোরেল। প্রথম স্টেশন উত্তরা থেকে ছেড়ে ট্রেনটি সরাসরি পৌঁছবে পল্লবীতে। এরপর না থেমে আগারগাঁও। মাঝের স্টেশনগুলোতে ট্রেন থামানোর কার্যক্রম শুরু হবে ধীরে ধরে।

আইকে