ঢাকা রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫, ১৫ই পৌষ ১৪৩২


চট্টগ্রামে নেভাল একাডেমিতে প্রধানমন্ত্রী


২২ ডিসেম্বর ২০২২ ২৩:২৫

শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দিতে চট্টগ্রামের নেভাল একাডেমিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

এর আগে সকালে অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামের উদ্দেশে হেলিকপ্টারে করে ঢাকা ত্যাগ করেন আওয়ামী লীগ সভাপতি। কুচকাওয়াজ শেষে বিকেলে আবার ঢাকায় ফিরে আসবেন সরকারপ্রধান।

আজকের কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর ২০২০/এ ব্যাচের ৩৭ জন মিডশিপম্যান এবং ২০২২/বি ব্যাচের ৬ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসারসহ সর্বমোট ৪৩ জন নবীন কর্মকর্তাকে কমিশন প্রদান করা হবে।

এদের মধ্যে ৯ জন মহিলা এবং দুজন প্যালেস্টাইনের কর্মকর্তা রয়েছেন।

আইকে