ঢাকা মঙ্গলবার, ১৫ই জুলাই ২০২৫, ৩১শে আষাঢ় ১৪৩২


অসাম্প্রদায়িক বাংলাদেশে সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী


২২ ডিসেম্বর ২০২২ ১০:১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তুলছে যেখানে সবার অধিকার সমান।

বড়দিন উপলক্ষে বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় দেশের খ্রিস্টান সম্প্রদায়ের সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে একক ধর্মের মানুষ নেই, সব ধর্মের মানুষ এখানে বসবাস করছে। আমরা সব ধর্মীয় বিশ্বাসের কল্যাণের জন্য কাজ করে চলেছি। আওয়ামী লীগ সরকার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য উপাসনালয়ে একইভাবে শিক্ষার ব্যবস্থা করে চলেছে।

এ সময় তিনি দেশবাসীদের উদ্দেশে বলেন, আমি চাই আপনারা সবাই নিজ নিজ অধিকার নিয়ে এদেশে বসবাস করুন।

আইকে